Wellcome to National Portal
Main Comtent Skiped

Our achievements

বর্তমানে পল্লী এলাকায় প্রতি ৮৮ জনের জন্য একটি সরকারী নিরাপদ খাবার পানির উৎস রয়েছে এবং বর্তমানে পানি সরবরাহ কভারেজ ৮৮% উন্নীত হয়েছে। স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারের কভারেজ ৮১% জেলায়-

) শতভাগ সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

) ৯৭% জনসাধারণের স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

) সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে WASH Block নির্মাণ করা হয়েছে।

) সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সাবমার্সিবল নলকূপ/নলকূপ স্থাপন করা হয়েছে।

) কমিউনিটি পর্যায়ে স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে পাবলিক/কমিউনিটি টয়লেট নির্মাণ করা হয়েছে।