Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন্ট চার্টারঃ

১। পানির উৎসের স্থান নির্বাচন,সহায়ক চাঁদা সংগ্রহ ও সরকারী খাতে জমা প্রদান।

২। কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদারের কাজ পরিদর্শন এবং সময় মত সন্তোষজনক ভাবে নলকুপ স্থাপন।

৩। স্থাপিত নলকুপ/পানির উৎসের আর্সেনিকের উপস্থিতি পরীক্ষা করন।

৪। ঠিকাদার কর্তৃক স্থাপিত নলকুপের মাপ গ্রহণ ও বিল প্রস্তত এবং সমাপ্তি প্রতিবেদন প্রস্তত করন।

৫। নলকুপের তত্ত্বাবধায়ক ও উপভোগকারীদের প্রশিক্ষন প্রদান এবং প্রাপ্ত যন্ত্রপাতি বিতরন।

৬। বিদ্যমান নলকুপ মেরামতের জন্য সরকারী মূল্যে খুচরা যন্ত্রাংশ বিক্রয় ও বিক্রয়লব্ধ টাকা সরকারী খাতে জমা করন ।     

৭। বিদ্যমান নলকুপ অধিদপ্তরীয় মেকানিক দ্বারা মেরামত কাজ সম্পন্ন করন।

৮। পানির উৎস নিয়মিত পরিদর্শন ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান।

৯। উর্দ্ধতন কর্মকর্তার/স্থানিয় প্রশাসনের নির্দেশে মাঠ পর্যায়ে পানিয়জল ও স্যানিটেসনের বর্তমান অবস্থা জরিপ করন।

১০। অধিদপ্তরীয় জনবল দ্বারা রিং স্লাব তৈরী,সংরক্ষন,সরকারী মুল্যে বিক্রয় ও বিক্রলব্ধ টাকা সরকারী খাতে জমা প্রদান।

১১। স্যানিটেশন কভারেজ বৃদ্ধি করার জন্য স্থানীয় প্রশাসনের মাধ্যমে এডিপির অর্থে বিতরনকৃত রিং ও স্লাব দ্বারা স্থাপিত সল্পব্যয়ী পায়খানা পরিদর্শন ও পরামর্শ প্রদান।

১২। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় স্যানিটেসন বিষয়ে উদ্ভুদ্ধকরন সভা ও স্যানিটেশন মাস উদযাপনের ব্যবস্থা করন।

১৩। ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা সহ স্বাস্থ্যবিধী প্রচার করন।

১৪। স্থানীয় প্রশাসন কর্তৃক নির্দেশিত সরকারের অন্যান্য কাজ বাস্তবায়নের সহযোগিতা প্রদান।

১৫। দপ্তরীয় প্রশাসনিক কাজ পরিচালনা করা।